মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাঈম মোল্যা; বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার দরিদ্র বাবা মো. সোরহাব মোল্যা। নাঈম ২০২১ সালের ডিসেম্বর হতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাঈম মোল্যা ফরিদপুরের সালথা উপজেলার ১ নম্বর রামকান্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. সোরহাব মোল্লার একমাত্র ছেলে। নাঈম ২০২০ সালে ফরিদপুরের সরকারি সালথা কলেজ থেকে এইচএসসি পাশ করে।
জানা যায়, ছোটবেলা থেকে নাঈম লেখাপড়ায় মেধাবী। তার স্বপ্ন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হতে যাচ্ছে নাঈম মোল্যার। কারণ, তার স্বপ্নকে মরণব্যাধি ক্যান্সার থাবা দিয়েছে। নাঈম মোল্যার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৫/৭ লাখ টাকার প্রয়োজন। তার দরিদ্র বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন সোরহাব মোল্লা।
নাঈমের প্রতিবেশী শাকিল চৌধুরী, হায়দার আলী, মহিদ চৌধুরী জানান, নাঈম একজন মেধাবী ছাত্র। কয়েক মাস আগে তার মরণব্যাধি ব্লাড ক্যান্সার ধরা পড়ে। নাঈম অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন দিনমজুর। তার বাবার সামর্থ্য নাই নাঈমের চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
সাহায্য পাঠানোর মাধ্যম হিসেবে ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়া হল
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সালথা উপ-শাখা; একাউন্ট নাম: ইতালি টেলিকম, একাউন্ট নাম্বার : 0692112000001098.
এছাড়াও সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার: 01861-688135 (নাঈম)।